সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ায়। দেশটিতে এ পর্য়ন্ত ১৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, মৃত্যু হয়েছে তিনজনের। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা সাবধানবাণী, লাখ লাখ মানুষ কয়েক মাসের মধ্যেই আক্রান্ত হতে পারেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কি উদ্বিগ্ন না হয়ে পারেন? তিনি জনতাকে নিষেধ করেছেন যাতে সোমবার থেকে ৫০০ জনের বেশি মানুষ এক জায়গায় জমায়েত না হয়। তবে স্কুল, বিমানবন্দর বা গণপরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলেও জানিয়েছেন।করোনা নিয়ে উদ্বিগ্ন মরিসন অবশ্য এ কথা বলেই দায়িত্ব শেষ করেননি। বলেছেন, রবিবার মধ্যরাত থেকে দেশে আগত সকল আন্তর্জাতিক যাত্রীকে ১৪ দিনের জন্য স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার নির্দেশনা জারি করবেন যাতে কভিড-১৯ নামের ভাইরাসটির বিস্তার ঠেকানো যায়।মরিসনকে কি ঝামেলাতেই না ফেলেছে করোনাভাইরাস! গলফপ্রেমী ভদ্রলোক কোথায় একটু শান্তিতে গলফ খেলবেন, তা নয় বাগড়া দিচ্ছে করোনা। তবে বলে দিয়েছেন, ঘটনা যা-ই হোক না কেন সপ্তাহান্তের গলফ টুর্নামেন্ট খেলতে তিনি যাবেনই।
করোনাভাইরাস নিয়ে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর এই নির্দেশনা জারির বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দুই ক্রীড়াবিদ- অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। এরা আবার কথা বলেছেন, আসলে মৌলিক প্রশ্ন তুলেছেন এক সাংবাদিকের টুইট পেয়ে।কভিড-১৯ ভাইরাস রুখতে সরকারের জারি করতে যাওয়া নতুন আইন নিয়ে ভেরোনিকা এগেলটন নামের এক সাংবাদিক টুইট করেন, ‘মোক্ষম প্রশ্ন, সরকার কীভাবে জানবে যে আগত নতুন যাত্রীরা সত্যিই স্বেচ্ছায় আইসোলেশনে যাচ্ছে কি না?’জবাবে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ফিঞ্চ টুইট করেন, ‘এটা আমাকেও বিস্মিত করছে!’ সঙ্গে সঙ্গেই ফিঞ্চের ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নারের টুইট, ‘আর এই যাত্রীরা বিমানবন্দর থেকে যখন উবার/ট্যাক্সি/বাস/ট্রেনে চেপে গন্তব্যে যাবে সেসবের ব্যাপারে কী হবে?’করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডেটি খেলেই তিন ম্যাচের সিরিজ বাতিল করতে হয়েছে। অস্ট্রেলিয়ার জেতা ওই ম্যাচটিও হয়েছে দর্শকশূন্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।