জগন্নাথপুরে নান্দনিককে হারিয়ে ইকড়ছই বিজয়ী

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

জগন্নাথপুরে নান্দনিককে হারিয়ে ইকড়ছই বিজয়ী

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল খেলায় নান্দনিক একাডেমিকে হারিয়ে ইকড়ছই একাডেমি বিজয়ী হয়েছে। মঙ্গলবার ইকড়ছই-হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৬ তম বঙ্গবন্ধু কাপ ফুটবল লীগের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ইকড়ছই ফুটবল একাডেমি ও নান্দনিক একাডেমি বনগাঁও। এ সময় গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলাটি উপভোগ করতে কয়েক হাজার জনতার সমাগম হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে নান্দনিককে হারিয়ে ইকড়ছই বিজয়ী হয়েছে। খেলাতে আলাদা আকর্ষণ ছিল নাইজেরিয়ান খেলোয়াড়।
খেলা শেষে বিজয়ী ও রানাসআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর চেয়ারম্যান ও পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্যানেল মেয়র সুহেল আহমদ, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ূব খান, দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন।

 

 

জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আদিল’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাবেক কৃতী ফুটবলার জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কৃতী ফুটবলার মাহবুবুর রহমান, সাবেক পৌর কমিশনার ও সাবেক কৃতী ফুটবলার আবু সফিয়ান ঝুনু, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি রুহুল আমিন রাহুল, সাবেক পৌর কমিশনার লালন মিয়া, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, সুজাত মিয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মুকিত, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, সাংবাদিক আলী জহুর, শিক্ষানুরাগী শামীম আহমদ, ফুটবলার জুয়েল হোসেন, ব্যবসায়ী সালমান আহমদ, শুভন আহমদ ভূইয়া, ছাত্রনেতা রনিরাজ প্রমূখ।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031