কমলগঞ্জে নারী চা শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

কমলগঞ্জে নারী চা শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ

জেলা প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতায় চা ছাত্র যুব পরিষদের আয়োজনে ২শ’ নারী চা শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুর ১২টায় চা বাগানে এসব মাস্ক বিতরণ করা হয়।

 

আলীনগর চা বাগানের একটি প্লান্টেশন এলাকায় অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী চা শ্রমিকের মাঝে মাস্ত বিতরণ করেন আলীনগর চা বাগানের ডেপুটি ম্যানেজার (ব্যবস্থাপক) এ জে এম রফিউর আলম। উপস্থিত ছিলেন, আলনিগর চা বাগানের প্রধান করণিক নিয়ামুল হক, চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী, সদস্য রাহেল আহমেদ, মোহন বাগতি, রাজু গোস্বামী, ইকবার আহমেদ, অনিক আশিষ প্রমুখ। এসময় উপস্থিত নারী চা শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধে প্রাথমিকভাবে কি কি করনীয় সে সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার এ জে এম রফিউল আলম ও চা ছাত্র যুব পরিষদের সদস্যরা।

 

আলীনগর চা বাগানের চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী জানান, নারী চা শ্রমিকরা স্বাস্থ্য অসচেতনতায় সমস্যা হলেও মুখ খুলে এ সমস্যার কথা কারো কাছে ব্যক্ত করে না। সকাল ৮টায় চা প্লান্টেশন এলাকায় কাজে যায় আর সারাদিন পাহাড়ি ঝুঁকিপূর্ণ প্লান্টেশন এলাকায় কাজ করে বিকেলে ঘরে ফিরে।

 

সম্প্রতি সারা বিশ্বে ছোঁয়াছে মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই লক্ষাধিক মানুষ। অণগ্রসর নারী চা শ্রমিকদের করোনাভাইরাস সচেতন করতে কাজের সময় তাদেরকে মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়। চা ছাত্র যুব পরিষদের সদস্যরা নিজেরা চাঁদা তুলে ২শ’ মাস্ক কিনে দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল নারী চা শ্রমিকদেরকে এ মাস্ক বিতরণ করা হবে ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031