সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩
শিপন আহমদ/যুক্তরাজ্যঃঃ
গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কের সাউথইস্ট রিজিয়নের উদ্যোগে মৌলভীবাজার চাপ্টারের চেয়ারপার্সন ডা. সাদিক আহমদ ও সিলেট চাপ্টারের সেক্রেটারি আবদুস সামাদ নজরুল-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার যুক্তরাজ্যস্থ কমার্শিয়াল রোডের গ্রেটার সিলেট ডেভেলাপমেন্টের প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
জিএসসি সাউথইস্ট রিজিয়নের চেয়ারপার্সন এম এ আজিজের সভাপত্বিতে ও সেক্রেটারি ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএসসির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইসবাহ উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন-জিএসসি সাউথইস্ট রিজিয়নের সহসভাপতি এম এ গফুর, ট্রেজারার সূফি সুহেল আহমদ, জিএসসি ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন আবদুল মালিক কুটি ও ট্রেজারার আবুল মিয়া, মাওলানা আবদুল কুদ্দুস, জিএসসি সাউথইস্ট রিজিয়নের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, জিএসসি সাউথইস্ট রিজিয়নের যুববিষয়ক সেক্রেটারি সালেহ আহমদ, কামরান বেগ, সাংবাদিক শিপন আহমেদ, আবদুস সোবহান, ওয়ালিদুর রহমান, কবির আহমদ, আবদুস কুদ্দুস কামরুল প্রমুখ। সভার শুরুতে কুরআন থেকে তেলায়াত করেন জগম্বর আলী।