সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে উপজেলার দয়ামীর এলাকার দয়ামীর গ্রামের লন্ডন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকা হেলাল আহমদ কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাহমিনা আক্তার।
জানা গেছে,ওসমানীনগরে বিভিন্ন দেশ থেকে আসা ২২০জন প্রবাসী নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।তাদের মধ্যে অনেক প্রবাসীরাই হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাজ্য প্রবাসীর দয়ামীরস্থ বাড়িতে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রবাসীকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: তাহমিনা আক্তার। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক।