সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী-সমর্থক সহ পৌরবাসী হতাশ হয়েছেন। আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাস সংক্রান্ত আতঙ্কে ২১ মার্চ শনিবার নির্বাচন স্থগিত করা হয়েছে। যদিও নির্বাচনে মেয়র পদে মিজানুর রশীদ ভূইয়া, আবুল হোসেন সেলিম, আবিবুল বারী আয়হান ও রাজু আহমদ সহ ৪ প্রার্থী অংশ নিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়েছিলেন।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক বলেন, নির্বাচন স্থগিত করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত আতঙ্কে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে-নির্বাচন স্থগিত হওয়ায় হতাশ হয়েছেন প্রার্থী-সমর্থক ও পৌরবাসী।