সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে এবার দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। গতকাল জাদুঘরের কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামীকাল ২৩ মার্চ সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাদুঘরটি বন্ধ থাকবে বলা হয়।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয় জাতীয় জাদুঘর। বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনা ভাইরাসের কারণে দেশের প্রতœস্থল ও প্রতœতাত্ত্বিক জাদুঘর দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এ ছাড়াও শিল্পকলা একাডেমিও আগামী ৩১ মার্চ পর্যন্ত সব সাংস্কৃতিক আয়োজন বন্ধ ঘোষণা করেছে।