সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক ::
ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের সাথে বাংলাদেশ সমিতি ইতালির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনাড়ম্বর এ সভায় দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর আল আমিন ও প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
শুরুতেই রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে বাংলাদেশ সমিতি ইতালির সদস্যদের স্বাগত জানান। প্রামাণ্য চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাসের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশের অর্জন ও সাম্প্রতিক আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেন। ইতালি ও বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন চিত্র তুলে ধরে। তিনি ইতালির বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে, বিশেষ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তা করণীয় সম্পর্কে রাষ্ট্রদূত বাংলাদেশ সমিতির সদস্যদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন।
আলোচনা পর্বে উপস্থিত সংগঠনের নেতাদের মধ্য উপস্থিত ছিলেন সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন, সদস্য হুমায়ুন কবির, কামরুজ্জামান রতনসহ আরও অনেকে।
নেতারা তাদের আলোচনায় বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ও প্রবাসীদের সকল ডকুমেন্ট জটিলতা বিশেষ করে রেসিডেন্ট ও অসপিতি সহজ করন করতে দূতাবাস ইতালি প্রসাশনের সঙ্গে কথা বলে সহজে সমাধানে তাদের মতামত তুলে ধরেন। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্রে ইতালির সাথে বাংলাদেশের কর্মপরিধি বৃদ্ধিতে দূতাবাসের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত সংগঠনের সদস্যদের বিভিন্ন মতামতকে স্বাগত জানান এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এ সময় আলোচনায় পাসপোর্ট সমস্যার সমাধানের বিষয়টি উঠে আসে। এমআরপি পাসপোর্ট পেতে সাধারণ মানুষদের দীর্ঘসময় লেগে যাচ্ছে। ইতালির বিভিন্ন অঞ্চল ও দূরদূরান্ত থেকে আসা সেবা প্রার্থীদের জন্য হেল্প ডেস্ক করার পাশাপাশি তাদের যেন বাহিরে রোদে দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য বসার জায়গা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয় সভায়।