সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মে ৫, ২০২৫
প্রতিনিধি/বাগেরহাটঃঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে সেলিমাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (৫ মে) সকাল ১১টায় মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের দৈবজ্ঞহাটী বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ১৯৯৩ সাল থেকে সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধীনে থাকা চারটি কলেজের পরীক্ষার্থীরা দৈবজ্ঞহাটী বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়কে ভেন্যু হিসেবে ব্যবহার করে পরীক্ষা দিয়ে আসছেন। কিন্তু চলতি বছর হঠাৎ বোর্ডের নির্দেশনায় জানানো হয়, পূর্ববর্তী ভেন্যুতে নয়, বরং ২০ কিলোমিটার দূরের কচুয়া থানার একটি কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।
এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত এই নির্দেশনা প্রত্যাহার করে আগের ভেন্যু বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন পরীক্ষার্থী তুহিন শেখ, সাদিয়া আক্তার, নিদিন আক্তার, লাব্বাইক হাওলাদার, শাকিল শেখ, ও রাহাতুল ইসলাম বীর।