মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত, তৃণমূলে ধানের শীষের সমর্থন জোরদারে আহ্বান

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত, তৃণমূলে ধানের শীষের সমর্থন জোরদারে আহ্বান

প্রতিনিধি / বাগেরহাট ::

বাগেরহাটের মোরেলগঞ্জে,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতীকে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে “কর্মীসভা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মোরেলগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মীসভার আয়োজন করা হয়।

 

 

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সামাদ হোসেন ফকির, ফকির রাসেল আল ইসলাম, মাসুদ খান চুন্নু, বিএনপি নেতা খান আতাউর রহমান,খ,ম বদিউজ্জামান বদি, আব্বাস মুন্সি, মতিউর রহমান বাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা পারভীন হ্যাপীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক “ধানের শীষ”কে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

 

এসময় প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায়।

 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিপন বলেন, “আমরা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। বিএনপি কোনো দুর্নীতিবাজের কাছে মাথা নত করবে না।” তিনি আরও বলেন, “আমরা সবসময় জনগণের পাশে আছি এবং রাজনৈতিক পরিস্থিতির যে কোনো পরিবর্তনকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবো।

 

 

সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে কার্যকর প্রচার-প্রচারণা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031