বগুড়ায় সারজিসের অনুষ্ঠানস্থলের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫

বগুড়ায় সারজিসের অনুষ্ঠানস্থলের সামনে ককটেল বিস্ফোরণ

লন্ডন বাংলা ডেস্ক ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বগুড়ার অনুষ্ঠানস্থলের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা চলাকালে এ ঘটনা ঘটে।

 

 

 

এ সময় অডিটোরিয়ামের ভেতরে সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। হঠাৎ অডিটোরিয়ামের বাইরে কয়েকটি তীব্র শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ দ্রুত পৌঁছে অডিটোরিয়াম ও জেলা পরিষদ চত্বর ঘিরে ফেলে। বিস্ফোরণের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

এ বিষয়ে সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে। আগামীর বাংলাদেশ ও জনগণকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকার ও প্রশাসনকে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।’

 

 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন বিস্ফোরণের ঘটনায় পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় এলাকায় উৎকণ্ঠা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031