সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আমেরিকায় মরণব্যাধি করোনা একের পর এক কেড়ে নিচ্ছে বৃহত্তর সিলেট বিভাগের মানুষের প্রাণ। এবার যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) অকালে কেড়ে নিলো মৌলভীবাজারের কুলাউড়ার নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক গৃহবধূর প্রাণ। তার বাড়ি কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করের গ্রামে।
নিশাতের পারিবারিক সূত্র জানায, গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিশাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সঙ্গে বসবাস করতেন। মৃত্যুর দুইদিনে আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন। আর দুইদিন করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন নিশাত।উল্লেখ্য, নিশাত আফছা চৌধুরী কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।