সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ইংল্যান্ডের বার্মিংহাম শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বিশ্বনাথের গোলাম রব্বানী। তিনি বার্মিংহামের একটি হাসপাতালে গতকাল (বুধবার- ৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মৃত্যুরবণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু সৈয়দ মবনু।
জানা গেছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের সন্তান গোলাম রব্বানী সপরিবারে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসবাস করতেন। সম্প্রতি তিনি প্রাণঘাতি করোনায় আক্রান্ত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই গত কয়েকদিন চিকিৎসাধিন ছিলেন। গতকাল তার শারিরীক অবস্থার অবনতি হয় এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৫ বছর।