লন্ডনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাংলাদেশে গ্রেফতার কাজী জাবের

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

লন্ডনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাংলাদেশে গ্রেফতার কাজী জাবের
Spread the love

১১১ Views

লন্ডন অফিসঃঃ

প্রধানমন্ত্রীর সিক্রেট সার্ভিসের গোয়েন্দা পরিচয়ে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব এবং পুলিশের প্রভাবশালী অফিসারের সাথে ছবি তুলে সেগুলা দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটেনে ও বাংলাদেশে নানারকম প্রতারণা করে আসছিল কাজী জাবের নামের এক ব্যক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম ভাঙিয়ে প্রতারণা ও জালিয়াতি করে প্রবাসীর এক কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্রিটিশ বাংলাদেশি কাজী জাবের নামের ঐ ব্যক্তিকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। ব্রিটেন প্রবাসী ড. হারুন কাদী নামে এক ব্যক্তির চেক জালিয়াতির অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল ঢাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।  কাজী জাবের লন্ডনে নিজেকে বাংলাদেশ সরকারের বেশ প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলো।

 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে  ঘন ঘন বাংলাদেশ লন্ডন ভ্রমণ করছিলো অভিযুক্তভ। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার করতে এবং প্রতারণার সাথে অন্য কোন চক্র জড়িত কি না তা জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর নাজমুল হুদা আদালতে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ২০১৭ সালে এপ্রিল মাসে উক্ত জালিয়াতির ঘটনায় লন্ডনের ব্রিকলেনে একটি সংবাদ সম্মেলনে কাজী জাবেরের বিরুদ্ধে এই অভিযোগ করেন স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী ড. মো. হারুন কাদী।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেছিলেন তার রেস্টুরেন্টের এক ওয়েটার কাশেমের বন্ধু হিসেবে রেস্টুরেন্টে আসা যাওয়া করতো কাজী জাবের। তিনি বাংলাদেশ হাইকমিশনে প্রধানমন্ত্রীর ‘সিক্রেট সার্ভিস’র আওতায় দায়িত্বে আছেন বলে  নিজেকে পরিচয় দেন। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তার স্ত্রী সরকারি স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়তে এসেছেন বলেও জানান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী এমপি লন্ডনে সফরে এলে সবার সঙ্গে ছবি তুলে তা হারুন কাদীকে দেখান। এভাবেই নিজেকে বিশেষ বাহিনীর একজন হিসেবে ড. হারুন কাদীসহ একাধিক জনের কাছে প্রতিষ্ঠিত হন কাজী জাবের।

 

হারুন কাদী জানান, ব্রিটেনে রিটায়ার্ড করে বাংলাদেশে গিয়ে ব্যবসা-বাণিজ্য করে স্থায়ী হওয়ার পরিকল্পনা করার কথা জানালে কাজী জাবের উদ্দিন বাংলাদেশে ঢাকার উত্তরায় একটি পারিবারিক মালিকানাধীন হোটেল বিক্রি করার কথা বলেন। গত ২৯ ডিসেম্বর তারিখে তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে যান এবং বায়না বাবদ ৫ জানুয়ারি জাবেরের নামে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের একটি চেকে (নম্বর – ০০০৭০৯০৭৬৩) ১ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ করেন। যা ৮ জানুয়ারি তার ব্র্যাক ব্যাংক উত্তরা শাখা থেকে জাবেরের অ্যাকাউন্টে ( নম্বর ১৫১০১০২১০৮২৭৮০০১) ক্যাশ করে নেয়। কিন্তু পরে তিনি জানতে পারেন হোটেলটি জাবেরদের পারিবারিক ব্যবসা, তার এককভাবে বিক্রি করার কোনো এখতিয়ার নাই। যদিও কাজী জাবের ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি দেখিয়েছিলেন। মূলত লন্ডনে প্রতারণা করাই ছিলো তার মূল পেশা। তাই টাকা ফেরত চাইতে গেলে নানা রকম টালবাহানা শুরু করেন। এবং হোটেল বিক্রির কথা অস্বীকার করেন।

 

যদিও অভিযুক্ত কাজী জাবের সে সব বিষয় অস্বীকার করে লন্ডনে পাল্টা সংবাদ সম্মেলন করেছিলেন। জাবের সে সময় উল্লেখ করেছিলেন হারুণ কাদীর কাছ তার আরো দুই কোটি টাকা পাওনা রয়েছে। সেই টাকা না দিতেই নানা রকম মিথ্যাচার শুরু করেছেন হারুণ কাদী। জাবের জানান, ঢাকায় হারুন কাদরীর জমি ও ফ্ল্যাট জবর দখল থেকে মুক্ত করতেই তিনি জাবেরের মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন। বাংলাদেশে তিনি যে চেক দিয়েছিলেন সেই চেক ভুয়া থাকায় টাকা পরিশোধ হয়নি। ইতোমধ্যে দেশে হারুন কাদীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেছেন তিনি। বাকী টাকা পরিশোধ না করতেই তার বিরুদ্ধে নানা মিথ্যাচার করছেন হারুন কাদী।

 

আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর নাম ভাঙানোর বিষয়ে তিনি বলেন, মানুষ কি এখন এতোই বোকা যে নেতা-নেত্রীর সঙ্গে ছবি দেখে কোন ধরনের কারণ ছাড়া কাউকে দুই কোটি টাকা দিয়ে দেবে। জাবেদ উল্লেখ করেছিলেন বিষয়টি লন্ডন পুলিশ অবগত আছে। তাই তাদের নির্দেশনা ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি । যদিও পরে হারুণ কাদি’র অভিযোগকে মিথ্যে, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই একটি মহলের ইন্ধনে এই মিথ্যে অপপ্রচার।

 

জাবেদর সংবাদ সম্মেলনে, চ্যালেঞ্জ করেছিলেন কাদি সাহেব এ বিষয়ে যদি লিখিত কোন প্রমাণ দেখাতে পারেন তাহলে এর তিনগুন অর্থ আমি পরিশোধ করবো, আর যদি প্রমাণ দেখাতে না পারেন তাহলে এসব মিথ্যা অপবাদের বিচার একদিন হবেই।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930