সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
প্রতিনিধি/জুড়ী::
মৌলভীবাজারের জুড়ীতে সাত জনকে সড়ক পরিবহন আইনের দুটি ধারায় জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক। এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় পশ্চিম বড়ধামাই গ্রামের আতিকুর রহমান, বড়ধামাই গ্রামের মাসুক আহমদ, সিদ্দিকুর রহমান, জাঙ্গিরাই গ্রামের রুহেল আহমদ, পূর্ব শিলুয়া গ্রামের আলমাছ উদ্দিন, আমতৈল গ্রামের সাকির আহমদ সহ প্রত্যেককে ১ হাজার করে ৬ হাজার টাকা এবং দূর্গাপুর গ্রামের জবরুল ইসলামকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১৬/৭২ ধারায় ৫শত টাকা সহ ৬ হাজার ৫শত টাক জরিমানা করে আদায় করা হয়।