সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
লন্ডন অফিসঃঃ
ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারো কমেছে। তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার ত্রক দিনে ১৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার ছিলো ২৪৫জন, মঙ্গলবার ছিলো ২৮৬জন, সোমবার রবিবার ছিলো ৭৭জন, শনিবার ২০৪। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ২৭৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৬৬ জন। গতকাল বুধবার ছিলো ১০০৩ জন, মঙ্গলবার ছিলো ১৩৮৭ জন, সোমবার ছিলো ১২০৫, রবিবার ছিলো শনিবার ১৫৫৭জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৯১ হাজার ৪০৯ জন।
বিবিসি জানিয়েছে. বৃহস্পতিবার ত্রক দিনে ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮৩ জন, স্কটল্যান্ডে ৫ জন, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।