ঘরে বসে বানান মজাদার পাটিসাপটা পিঠা

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

ঘরে বসে বানান মজাদার পাটিসাপটা পিঠা
Spread the love

৮৯ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পাটিসাপটা খুব পরিচিত একটি পিঠার নাম । প্রস্তুত প্রণালীতে বেশ ঝামেলা আছে বলে মনে করে অনেকেই পাটিসাপটা পিঠা বানাতে আগ্রহী থাকেন না । তাহলে আসুন পাটিসাপটা পিঠা বানানোর খুব ঝটপট একটি পদ্ধতি শিখে নেয়া যাক ।

পাটিসাপটা পিঠা তৈরির নিয়ম
উপকরণঃ

দুধ ২ লিটার,

চিনি ৫০০ গ্রাম,

সুজি দুই টেবিল চামচ,

মিহি নারিকেল কোরা আধা কাপ,

চালের গুঁড়া ১ কেজি,

ময়দা আধা কাপ,

তেল ভাজার জন্য,

পানি পরিমাণ মতোলবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে অর্ধেক চিনি আর দুধ ঘন করে জ্বাল দিতে হবে। এবার তার ভেতর সুজি আর নারিকেল কোরা ছেড়ে ক্ষীর তৈরি করে নিতে হবে।

ক্ষীর ঘন হলে নামিয়ে রাখুন। চালের গুঁড়া, বাকি চিনি, পানি আর লবণ দিয়ে পাতলা গোলা করে নিন। ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে গরম করে নিতে হবে।

এবার আধা কাপ গোলা দিয়ে একটা পাতলা রুটির মতো বানিয়ে নিন। রুটির ওপরের দিকে শুকিয়ে এলে এক টেবিল চামচ পরিমাণ ক্ষীর দিয়ে মুড়িয়ে পাটিসাপটার আকার দিয়ে আরেকবার ভেজে নিন। এভাবে একটি একটি করে পিঠা বানিয়ে নামিয়ে আনুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজার পাটিসাপটা পিঠা।


Spread the love