বাহুবলে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

বাহুবলে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে আদালতের রায় পেয়ে নিজের ভূমিতে ঘর নির্মাণ করায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পূর্ব রূপশংকর গ্রামে। পুলিশ ও আহত সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের পূর্ব রূপশংকর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ভূমি নিয়ে একি গ্রামের মৃত আব্দুল ছমদ মিয়ার ছেলে আসুক মিয়া ও মাসুক মিয়ার সাথে দীর্ঘদিন যাবত আদালতে মামলা মোকদ্দমা চলছিল। আব্দুল হামিদ মিয়া ২৩/১০-২০১৯ সালে নিজের পক্ষে  মামলার রায় পান। তিনি আদালতের রায় পেয়ে নিজের ভূমিতে একটি ঘর নির্মাণ করা শুরু করেন ।
কিন্তু ঘর নির্মাণ করতে প্রথমে কোন বাঁধা বিপত্তি না থাকলেও, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের পক্ষে রায় পাওয়া ভূমিতে ঘর নির্মাণ করতে আপত্তি ও বাঁধা দেয় আসুক মিয়া, মাসুক মিয়া ও তাদের পক্ষের লোকজন। এ নিয়ে আব্দুল হামিদ মিয়ার পরিবার ও  তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে আসুক মিয়া ও মাসুক মিয়ার নেতৃত্বে তাদের লোকজন আব্দুল হামিদ মিয়ার পরিবারের উপর হামলা চালায়, এ সময় আসুক মিয়া,মাসুক মিয়া ও তাদের লোকজনের হামলায় আব্দুল হামিদ মিয়ার মেয়ে মোছাঃ শাকিরা বেগম(২৫)রুমা আক্তার(২৩)জুমা আক্তার(২১) মনসুরা আক্তার(৩৪) ও আব্দুল হামিদ মিয়ার ছেলে মোঃ মখলিছ মিয়া(৩০) গুরুত্ব আহত হয়।আহত অবস্থায় তারা চিকিৎসার জন্য  বাহুবল হাসপাতালে আসতে চাইলে। আহতদের রাস্তা আটকে দেয় হামলাকারীরা।
এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই ফুয়াদ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসে।বাহুবল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জুমা আক্তার ও অন্তঃসত্ত্বা মনসুরা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়,কিন্তু মোছাঃ শাকিরা আক্তার, রুমা আক্তার ও মখলিছ মিয়ার অবস্থা আশংকাজনক হলে, তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়,বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন। এ সময় তাদের বাড়ি ঘর ভাংচুর ও দোকানপাট লুটপাট করা হয় বলে অভিযোগ করেছেন আহতরা।
Spread the love

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930