পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে লন্ডন প্রবাসী বাংলাদেশেীদের যত দাবি

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছে লন্ডন প্রবাসী বাংলাদেশেীদের যত দাবি
Spread the love

১৫৩ Views
লন্ডন অফিসঃঃ
বিমান বন্দরে প্রবাসী হয়রানী বন্ধ ও সরাসরি সিলেট থেকে লন্ডন বিমান ফ্লাইটের জন্য বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের কাছে দাবি জানান প্রবাসীরা। এসময় পরিকল্পনা মন্ত্রী প্রবাসীদরে দাবী সমূহ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। পরিকল্পনা মন্ত্রী আব্দুল লন্ডন সফরে গেলে পূর্ব লন্ডনে ব্রিকলেইন শুক্রবার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারের পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের কাছে এ দাবী তুলে ধরন প্রবাসীরা। 

এসময় মন্ত্রী বলেন, বিমান ভাড়ার বিষয়টি স্বং প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট মন্ত্রীর সাথে কথা বলে প্রতিযোগিতামূলক বাজারের সাথে মিলিয়ে ভাড়া করার আশ্বাস প্রদান করেন তিনি। তিনি জানান আগামী এপ্রিল থেকেই সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালুর চেস্টা চলছে। নিজ জেলা সুনামগঞ্জের উন্নয়নের ব্যাপারে মন্ত্রী বলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাছ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী বছর থেকেই ছাত্র-ছাত্রী ভর্তির কাজ শুরু হবে।

ব্রিকলেইন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় মতবিনিময় সভায় স্থানীয় প্রবাসীদের নিজ নিজ এলাকার উন্নয়নে মন্ত্রীর কাছে একাদিক দাবী তুলে ধরেন। এসময় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রবাসীদের যেকোন সমস্যার সমাধানে খুবই আন্তরিক।
আরপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সহ সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি এম এম নূর, কমিউনিটি নেতা নূরুল হক লালা মিয়া, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, সাবেক কাউন্সিলার গোলাম মর্তুজা, কমিউনিটি নেতা হাসনাত আহমদ চুন্নু, ইলিয়াস মিয়া, তারিফ আহমদ, জামাল খান, জুবায়ের আহমদ প্রমুখ।

Spread the love