সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
প্রতিনিধি/লন্ডনঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি ও তারেক জিয়ার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে চলছে বিশাল মানববন্ধন। আজ মঙ্গলবার যুক্তরাজ্য সময় বেলা ১টা থেকে লন্ডনস্থ বিট্রিশ পার্লামেন্টের সামনে অনুষ্টিত মানববন্ধনে সকাল থেকে যুক্তরাজ্যে বিভিন্ন এলাকায় বসবাসরত সহস্রাধিক বাংলাদেশীরা এসে মিলিত হতে দেখা গেছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে অনুষ্টিত মানববন্ধনে সভাপতিত্ব করছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি রহিম উদ্দিন। যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখছেন, যুক্তরাজ্য বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা করা হচ্ছে। প্রেবাসী নেতাকর্মীরা বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেত্রীবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন।
এলবিএন/১১/এফ এল/আর/০৩-১