সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রতিনিধি/ লন্ডনঃঃ
লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউকের আগামী ২০২০/২১ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পুর্বলন্ডনের একটি রেষ্টুরেন্টে সলিসিটর আবুল কালাম রুকনের পরিচালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন।
এসময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সোহেল রহমানকে আহ্বায়ক এবং আবু রহমানকে সদস্য সচিব, যথাক্রমে অধ্যাপক শফিকুল হক স্বপন এবং সলিসিটর আবুল কালাম রুকন কে যূগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় আর্তমানবতার কল্যাণে তাগিদে সংগঠনের আগামীর পথচলা এবং কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ইউসুফ জাকারিয়া খান, সাংবাদিক মিনহাজুল আলম মামুন, লুৎফুর রহমান, আব্দুল মানিক, এলাইচ আহমেদ, এনাম উদ্দিন, ফয়সল আহমেদ প্রমূখ। বড়লেখা উপজেলার চান্দগ্রামে জামাল উদ্দিনের চিকিৎসার্থে তাৎক্ষণিক তহবিল সংগ্রহ করে কামাল উদ্দিনের হাতে তুলে দেয়া হয়।
উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে এবছর বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পঞ্চাশটি টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।