সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মন্ত্রিসভায় রদ বদল হয়েছে। মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দপ্তরে পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ের পর গেল বছরের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। পরদিন নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন।