সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনা মহামারীর কারণে সীমান্ত বন্ধ রেখেছিল নিউজিল্যান্ড। কিন্তু চলতি মাস থেকে আবারও শরণার্থী গ্রহণ শুরু করতে যাচ্ছে। গতকাল শুক্রবার ইমিগ্রেশন নিউজিল্যান্ড থেকে এ তথ্য জানানো হয়।
চলতি ফেব্রুয়ারিতে ৩৫ জনের একটি শরণার্থী দল দেশটিতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আর আগামী ৩০ জুনের মধ্যে প্রায় ২১০ জন শরণার্থী গ্রহণ করবে দেশটি। তবে এসব শরণার্থীর সবাইকে স্বাস্থ্যবিধির অংশ হিসেবে ১৪ দিন সরকারি ব্যবস্থায় আইসোলেশন সেন্টারে থাকতে হবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তার প্রথম মেয়াদের তুলনায় এই মেয়াদে বেশি সংখ্যায় শরণার্থীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম মেয়াদে বছরে এক হাজার থেকে বাড়িয়ে তা দেড় হাজার জন করা হয়েছে।