সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
প্রতিনিধি/লন্ডনঃঃ
লন্ডন সফরে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। শনিবার লন্ডন স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকায় তিনি যুক্তরাজ্যে পৌছলে সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান।
বিমান বন্দরে এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, বীর মুক্তিযোদ্ধা এসেক্স আওয়ামী লীগের সভাপতি কয়েছ চৌধুরী,হিথ্রো আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম আহমদ ,বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান,যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি সামসাদুর রহমান রাহিন,হিথ্রো আওয়ীলীগের সহসভাপতি আঙ্গুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী,হিথ্রো যুবলীগের সভাপতি পাভেল আহমদ,রাফিউল ফাহিম,আবু কাওসার, আতিকুর রহমান,হাবিবুর রহমান,স্বেচ্ছাসেকলীগ নেতা খালেদ আহমদ জয়, উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য সফরকালে তিনি দলীয় কর্মকান্ড ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন।