কানাডার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

কানাডার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ
Spread the love

১৮০ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা।  গতকাল সোমবার অন্টারিওর লন্ডনে এ ঘটনা ঘটে। একটি ভাটিখানা পরিদর্শন শেষে বাসে ফেরার সময় ছোট পাথরে আক্রান্ত হন ট্রুডো। তবে তিনি জখম হননি বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

 

জানা গেছে, ট্রুডো ঘটনাস্থল ত্যাগ করার সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলে এবং পাথর নিক্ষেপ করা শুরু করে। তারা ট্রুডোর উদ্দেশে অপমানজনক কথাবার্তাও বলেন। ‍এক পর্যায়ে ট্রুডোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তারা হাতে হাত ধরে দাঁড়ান যেন ট্রুডোর শরীরে পাথর না লাগে। পরে তিনি বাসে করে চলে যান।

 

ওই ঘটনার পর ট্রুডো জানিয়েছেন, ‘তার শরীরে হয়তো পাথরের আঘাত লেগেছে।  আপনি এ বিষয়ে নিশ্চিত কী না জানতে চাইলে ট্রুডো বলেন, ‘তাতে কী আসে যায়?’ পরে ট্রুডো মজা করে বলেন, ‌’কয়েক বছর আগে আমার জীবনে এমন কেউ ছিল যে আমাকে লক্ষ্য করে কুমড়ার বীজ ছুঁড়তো।

 

এদিকে এ ঘটনার নিন্দা করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল।  তিনি একে ‘জঘন্য’ বলে বর্ণনা করেন। এরিন বলেন, রাজনৈতিক সহিংসতা কখনই সমর্থনযোগ্য নয় এবং মিডিয়াকে ভয় দেখানো, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থাকতে হবে।

 

২০ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে ট্রুডোর ভ্যাকসিন পরিকল্পনা অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসের এক ঘোষণায় অক্টোবরের শেষ নাগাদ সরকারি কর্মীদের টিকাদান বাধ্যতামূলক করা হয়।  নইলে চাকরি হারাতে হবে তাদের। এমনকি বাণিজ্যিক বিমান, জাহাজ ও আন্তঃপ্রদেশ ট্রেনের যাত্রীদের টিকা নিতে হবে।


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031