বিমানবন্দরে শুয়ে নেটিজেনদের সমালোচনায় তরুনী!

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

বিমানবন্দরে শুয়ে নেটিজেনদের সমালোচনায় তরুনী!
Spread the love

১০৬ Views

লন্ডন বাংলা ডেস্কঃ

বিমানের ফ্লাইটের দেরির কথা শুনে বিমানবন্দরের প্রবেশপথের পাশেই শুয়ে পড়েন এক তরুণী। এমনভাবে তিনি শুয়েছিলের যে, তার পাশে থাকা দু’টি চেয়ারে কেউ বসতে পারেননি। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।নেটিজেনরা ওই নারীর এ ধরনের কাজের ব্যাপক সমালোচনা করছেন। কেউ বলছেন, তিনি যে ধরনের কাজ করেছেন তা একেবারেই অবিবেচকের মতো। তিনি নিজের শো’বার ঘরের মতো আচরণ করেছেন ব্যস্ত বিমানবন্দরে।

 

 

কেউ বলছেন, আমি সেখানে থাকলে ওই নারীর পাশে গিয়ে বসে যেতাম। একজন লিখেছন, ওই নারীকে বলতাম, আপনার পাশের চেয়ারে বসবো। আমার পা আপনার গায়ের ওপর রাখতে না চাইলে সরে যান।তবে, কেউ আবার বলছেন, যেহেতু ওই নারীকে কেউ সরে যেতে বলেননি, তার মানে সেখানে বসার মতো প্রয়োজন কারো ছিল না।২৪ বছর বয়সী ওই নারীর নাম বেকি। তবে তিনি কোন দেশের এবং কোন বিমানবন্দরে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তা জানা যায়নি।অনেকেই বলছেন, সেখানে অনেক আসন ফাঁকা রয়েছে। আর ওই নারী বেশ ক্লান্ত। তাকে অন্তত শান্তিতে ঘুমাতে দিন। কেউ চাইলে অন্য আসনগুলোতে বসতে পারে।


Spread the love