সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/লন্ডনঃ
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ব্যবহৃত ওয়েস্টমিনিস্টার হলটি তৈরি হয়েছিল ১৬৬১ সালে। তখন রাজা দ্বিতীয় চার্লসের রাজ্যাভিষেকের উদ্দেশ্যে ভবনটি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সেখানে একটি গোপন প্রবেশ পথ আবিষ্কৃত হয়েছে।
জানা যায়, সম্প্রতি ওয়েস্টমিনিস্টার হলের সংস্কার কাজ চলছিল। তখন শ্রমিকরা একটি প্রবেশ পথ আবিষ্কার করেন। সংস্কার প্রকল্পটির ইতিহাস বিষয়ক পরামর্শক প্রফেসর লিজ হ্যালাম স্মিথ বলেন, প্রবেশপথটি আবিষ্কারের পর আমরা ঐতিহাসিক ইংল্যান্ড আর্কাইভে এ ভবন সম্পর্কে ১০ হাজারের বেশি নথিপত্র ঘেঁটেছি। সেখান থেকে ওয়েস্টমিনিস্টার হলের পেছনে প্রবেশপথের তথ্য পাওয়া গেছে। এর ব্যবহার শুনে আমরা অবাক হয়েছি। কারণ এর আগে কেউ এ বিষয়টি সম্পর্কে জানতো না।
এ সংক্রান্ত খবরে বিবিসি বলছে, শ্রমিকরা ভবনটির পেছনে সাড়ে এগারো ফুট উঁচু দুটি কাঠের দরজার অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়। ওই দুই দরজার মাঝে ছোট একটি ঘর পাওয়া যায়। ওই ঘরটি মূলত একটি সুড়ঙ্গপথের। এ সুড়ঙ্গ দিয়ে রাজা-রানির দরবারে যাওয়া যেতো।ধারণা করা হচ্ছে, সঙ্কটাপন্ন অবস্থায় পড়লে এ ভবন থেকে পালানোর জন্যই সুরঙ্গটি তৈরি করা হয়েছিল। যা নির্মাণের সাড়ে তিন শ বছর পর জানা গেলো।