কানাডায় ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

কানাডায় ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ
Spread the love

১৮৮ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্য বিশিষ্ট কানাডার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর তার নতুন মন্ত্রীসভায় লিঙ্গ সমতা বজায় রেখে কানাডার আঞ্চলিক উন্নয়ন সংস্থাগুলোর ওপর গুরুত্ব দেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার মন্ত্রিসভার তালিকাতে গুরুত্বপূর্ণ পদে যেমন- প্রতিরক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীদের নিয়োগ করেছেন।

 

কানাডার মন্ত্রীদের তালিকা প্রধানমন্ত্রী : জাস্টিন ট্রুডো, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী : ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পরিবহনমন্ত্রী : ওমর আলগাবরা, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী : অনিতা আনন্দ, মিনিস্টার অব মেন্টাল হেলথ অ্যান্ড এডিকশনস অ্যান্ড অ্যাসোসিয়েট মিনিস্টার অব হেলথ : ক্যারোলিন বেনেট, কৃষি ও কৃষিখাদ্যমন্ত্রী : মারি-ক্লদ বিবেউ, কানাডার কুইন্স প্রিভি কাউন্সিলের প্রেসিডেন্ট ও জরুরি প্রস্তুতি বিষয়কমন্ত্রী : বিল ব্লেয়ার, পর্যটন ও সহ-অর্থমন্ত্রী : র‌্যান্ডি বোয়সনল্ট, উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী : ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন, স্বাস্থ্যমন্ত্রী : জিন-ইভেস ডুকলোস। এছাড়াও ট্রেজারি বোর্ড প্রেসিডেন্ট : মোনা ফোর্টিয়ার; অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়কমন্ত্রী : শন ফ্রেজার, পরিবার, শিশু ও সামাজিক উন্নয়ন বিষয়কমন্ত্রী : কারিনা গোল্ড, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী : স্টিভেন গিলবল্ট, আদিবাসী সেবা এবং উত্তর অন্টারিওর ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী : প্যাটি হাজদু, হাউস অফ কমন্সে সরকারের নেতা : মার্ক হল্যান্ড, আবাসন ও বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বিষয়কমন্ত্রী : আহমেদ হুসেন।

 

গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী : গুডি হাচিংস; নারী, লিঙ্গ সমতা ও যুবমন্ত্রী : মার্সি আইন, দক্ষিণ অন্টারিওর ফেডারেল অর্থনৈতিক উন্নয়ন সংস্থার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী : হেলেনা জ্যাকজেকের, পররাষ্ট্রমন্ত্রী : মেলানি জোলি, সিনিয়র মন্ত্রী : কমল খেরা, বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল : ডেভিড ল্যামেটি; আন্তঃসরকার বিষয়ক, অবকাঠামো ও কমিউনিটি বিষয়কমন্ত্রী : ডমিনিক লেব্লাঙ্ক, জাতীয় রাজস্বমন্ত্রী : ডায়ান লেবুথিলিয়ার, ভেটেরান্স বিষয়কমন্ত্রী ও জাতীয় প্রতিরক্ষা বিষয়ক সহযোগী মন্ত্রী : লরেন্স ম্যাকওলে, জননিরাপত্তা বিষয়কমন্ত্রী : মার্কো মেন্ডিসিনো, মিনিস্টার অব ক্রাউন-ইন্ডিজেনাস রিলেশন : মার্ক মিলার; মৎস্য, মহাসাগর ও কানাডিয়ান কোস্টগার্ড বিষয়কমন্ত্রী : জয়েস মারে; আন্তর্জাতিক বাণিজ্য, রফতানি উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী : মেরি এনজি, শ্রমমন্ত্রী : সিমাসও’ রেগান, মিনিস্টার অব অফিসিয়াল লেঙ্গুয়েজ অ্যান্ড মিনিস্টার রেসপনসিবল ফর দ্য আটলান্টিক কানাডা অপরচুনিটিস এজেন্সি : জিনেট পেটিটপাস টেলর।

 

মিনিস্টার অব এমপ্লয়মেন্ট, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজএবিলিটি ইনক্লুশন : কার্লা কোয়ালট্রো, মিনিস্টার অব কানাডিয়ান হেরিটেজ অ্যান্ড কুইবেক লেফটেনেন্ট : লেফটেন্যান্ট পাবলো রদ্রিগেজ, মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড মিনিস্টার রেসপনসিবল ফর দ্য প্যাসিফিক ইকোনোমিক ডেভেলপমেন্ট এজেন্সি অব কানাডা : হারজিত সজ্জন, মিনিস্টার অব স্পোর্টস অ্যান্ড মিনিস্টার রেসপনসিবল ফর দ্য ইকোনোমিক ডেভেলপমেন্ট এজেন্সি অব কানাডা ফর কুইবেক : পাসকেল সেন্ট-অনগে; মিনিস্টার অব পাবলিক সার্ভিস অ্যান্ড প্রকিউরমেন্ট : ফিলোমেনা তাসি, উত্তর বিষয়ক মন্ত্রী, কামিনিস্টার অব নর্দান অ্যাফেয়ার্স; মিনিস্টার রেসপনসিবল ফর প্রেইরিস ইকোনোমিক ডেভেলপমেন্ট কানাডা অ্যান্ড মিনিস্টার রেসপনসিবল ফর দ্য কানাডিয়ান নর্দান ইকোনোমিক ডেভেলপমেন্ট এজেন্সি : ড্যান ভ্যান্ডাল এবং মিনিস্টার অব ন্যাচারাল রিসোর্স : জনাথন উইলকিনসন। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ফেডারেল পার্লামেন্ট নির্বাচনের পর ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি তৃতীয়বারের মতো সরকার গঠন করল।


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031