কমলগঞ্জের ইসহাক কাজল স্মরণে লন্ডনে শোকসভা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

কমলগঞ্জের  ইসহাক কাজল স্মরণে লন্ডনে শোকসভা
Spread the love

১২৬ Views

লন্ডন অফিসঃ

কমলগন্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য এর উদ্যোগে, সংগঠনের সাবেক অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা ও বাংলা একাডেমীর প্রবাসী পুরস্কার প্রাপ্ত লেখক, মরহুম ইসহাক কাজলের স্মরণে শোক সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি)পূর্ব লণ্ডনের এক রেস্টুরেন্টে  শোকসভা ও দোয়ামাহফিলটি অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি, প্রভাষক শেখ শামীম সাহেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বুলবুল আহমদ এর পরিচালনায় এতে সম্মানিত অতিথি হিসাবে আলোচনায় অংশ গ্রহন করেন সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক সৈয়দ নাহাস পাশা,

নতুনদিন পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ,এডভোকেট মুজিবুল হক মনি, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাহমুদুল হাসান বখ্ত বাচ্চু, উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ রহিম, উপদেষ্টা সৈয়দ জিল্লুল হক, হুরুন্নেছা চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, কমিউনিটি নেতা তরিকুর রশীদ চৌধুরী শওকত, এল ভি টিভি’র সাংবাদিক শাহীন খান, কমিউনিটি নেতা নজরুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোফাচ্ছিল আলম সোয়েল,সহ সভাপতি সেলিম মিয়া,সমাজসেবক শওকত খান,ফয়েজ খান,সহ সাধারন সম্পাদক নুরুজ্জামান চৌধুরী রাসেল, কোষাধ্যক্ষ গোলাম সরওয়ার মকবুল সালাম,সহকোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক মুকিম বক্ত,সদস্য হাসান কাওছার চৌধুরী শিপন প্রমূখ।

সভায় বক্তারা মরহুম ইসহাক কাজলের জীবনী ও বিভিন্ন স্মৃতিচারণ মূলক আলোচনা তুলে ধরেন।অনুষ্ঠানে হাসান কাওসার শিপন ইসহাক কাজলের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান ও অর্থ সম্পাদক গোলাম সরওয়ার মকবুল সংঘটনের পক্ষ থেকে শোক বার্তা পাঠ করে তা মরহুম ইসহাক কাজলের জামাতার কাছে হস্তান্তর করেন।বিগত দিন গুলোতে কমলগঞ্জের প্রয়াত সকলের সহ মরহুম ইসহাক কাজলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031