সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ভয়াবহ ঝড়ের আঘাতে বন্ধ হয়ে গেছে কানাডার ভ্যাঙ্কুভারের সড়ক ও রেলযোগাযোগ। সংশ্লিষ্টরা এই ঝড়কে শতবর্ষের মধ্যে সেখানে আঘাত হানা ভয়াবহ ঝড় হিসেবে অভিহিত করেছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্ট কোস্ট সিটির সঙ্গে সংযুক্ত দুইটি রাস্তা প্রবল বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গেছে। সোমবার আঘাত আনা ভয়াবহ এই ঝড়ের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।এদিকে, ঝড়ের কারণে সৃষ্ট বন্যার ফলে মহাসড়কে ভূমিধসে এক নারী নিহত হয়েছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
এছাড়া মহাসড়কের ওই ভূমিধসে চাপা পড়েছে বেশ কয়েকটি যানবাহন। তবে ঠিক কত সংখ্যক যানবহন আটকা পড়েছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি বলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএনপি) জানিয়েছে।এদিকে, মঙ্গলবার সেখানে তুষারপাত হয়েছে।
বরফশীতল পানিতে গাড়িও ভাসতে দেখা গেছে।সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পার্বত্য শহর আগাসিজে আটকে পড়া তিনশ’ জনকে উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।প্রাদেশিক পরিবহণ মন্ত্রী রব ফ্লেমিং এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটা শতাব্দীর সবচেয়ে খারাপ আবহাওয়ার ঝড়।এদিকে, এই ঝড়ের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ফার্নওয়ার্থ।