সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে বিএনপির উত্তর ও দক্ষিণ আমেরিকায় কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দায়িত্ব দেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, খোকন ইতিমধ্যে আমেরিকার ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সম্মেলনের লক্ষে আহবায়ক কমিটি গঠন করেছেন। জর্জিয়ায় কাউন্সিল করে ভোটাভুটির মাধ্যমে কমিটি করেছেন। প্রায় প্রতিটি অঙ্গরাজ্য ও কানাডা সফর করে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
খোকনকে দেয়া চিঠিতে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ উদ্দেশ্য ও নীতি জোরালোভাবে প্রচারের মাধ্যমে বিএনপি সংগঠন গড়ে তোলার লক্ষে সাংগঠনিক কমিটি গঠন বা পুনর্গঠন (মেয়াদোত্তীর্ণ) করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রতিটি কমিটি গঠনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কেন্দ্রের পরামর্শ গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |