জিম্ববাবুয়ে – বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

জিম্ববাবুয়ে – বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ
Spread the love

৬৯ Views

 

ক্রীড়া প্রতিবেদকঃঃ

টেস্ট ও ওয়ানডের পর জিম্ববাবুয়ের বিপক্ষে আজ সোমবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্টে বড় জয়ের পর ওয়ানডেতে ধবলধোলাইয়ের সুখস্মৃতি নিয়ে মাঠ নামবেন রিয়াদ-তামিমরা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হবে।

 

টেস্ট-ওয়ানডেতে জিতে গেলেও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে সহজভাবে নিতে চান না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল রোববার এই ম্যাচকে সামনে রেখে তিনি বলেছেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী একটি দল। তাদের ব্যাটিং অর্ডার বেশ ভালো আছে। আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের ইতিবাচক মাইন্ডসেট নিয়ে আসতে হবে। কারণ, আমরা যদি সহজভাবে নেই, আমাদের জন্য খারাপ হবে।

 

এই ম্যাচে বাংলাদেশ নামতে পারে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলামের সঙ্গে থাকছেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ ও আমিনুল ইসলাম। ওপেনিংয়ে তামিম ইকবাল-লিটন দাসই ভরসা। দুজন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডতে খেলেছেন দুর্দান্ত।

 

তিন নম্বরে নাঈম শেখ, চারে মুশফিকুর রহীম, পাঁচে আফিফ হোসেন, ছয়ে মাহমুদউল্লাহ ও সাত নম্বরে নামতে পারেন মোহাম্মদ সাইফইদ্দিন।এখন পর্যন্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে পরস্পরের বিপক্ষে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় বাকি ৪ ম্যাচে।

 

গত বছর ঘরের মাঠে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিনটি ম্যাচে জয় এসেছে। দুটির প্রতিপক্ষই ছিল জিম্বাবুয়ে। সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজে (ভারত ও পাকিস্তানের বিপক্ষে) হেরেছে বাংলাদেশ। টানা হারের বৃত্ত জিম্বাবুয়ের বিপক্ষে ভাঙতে প্রস্তুত মাহমুদউল্লাহরা।

 

সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930