সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
লন্ডন/অফিসঃঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে লন্ডন মহানগর আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ৮ মার্চ রবিবার। পূর্ব লন্ডনের মাইক্রোস বিজনেস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনই স্বাধীনতার প্রথম ঘোষণা। এই ভাষনের পর থেকেই বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুতি নিতে শুরু করে।
লন্ডন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, গণ সংযোক বিষয়ক সম্পাদক রবীন পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম সুজন, মানবাধিকার সম্পাদক সারব আলী, ধর্ম বিষয়ক সৈয়দ সরুক আলী,
লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শফিক আহমদ, সৈয়দ এহসান, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপার, আফসর খান সাদেক, আসাদুর রহমান, মানবাদিকার বিষয় সম্পাদক শায়েক আহমদ, সদস্য আহবাব মিয়া (সাবেক ওসি), মামুন কবির চৌধুরী, মজুমদার মিয়া, ফেরদৌস আহমদ, দিলবর আলী, বদরুজ্জামান,
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার কামাল দুলাল, প্রজন্ম ৭১ এর বাবুল হোসেন বাবুল, শ্রমিক লীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, সহ সভাপতি অরূপ চৌধুরী, মহানগর শ্রমীক লীগ সহ সভাপতি ধারা মিয়া, তাতী লীগ সভাপতি আব্দুস সালাম, কৃষকলীগ সাধারণ সম্পাদক এম এ আলী, ছাত্রলীগ সহ সভাপতি সারোয়ার কবির প্রমুখ।
বক্তারা ৭ই মার্চের ভাষন বিশ্বের রাজনৈতিক ইতিহাসের একটি অনন্য দলিল উল্লেখ করে বলেন, এই ভাষন থেকে পৃথিবীর মুক্তিকামী মানুষ অনুপ্রেরণা সংগ্রহ করতে পারে। নতুন প্রজন্মের কাছে এই ভাষনের গুরুত্ব ও তুলে ধরতে হবে। যাতে এই ভাষন থেকে তারা শক্তি ও সাহস সংগ্রহ করে পৃথিবীর বুকে একটি সৎ সাহসী জাতি নিজেদের তুলে ধরতে সক্ষম হয়।