বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নবীগঞ্জে ক্রিকেট ম্যাচ

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নবীগঞ্জে ক্রিকেট ম্যাচ
Spread the love

১০৫ Views
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
নবীগঞ্জের পানিউমদা ডায়নামাইট বনাম বিজয় রাইডার্স এর মধ্যে  ঝাঁকমক ফাইনাল খেলায় বিজয় রাইডার্সকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতে পানিউমদা ডায়নামাইট।
ম্যাচ শেষে বিজয়ী দল ডায়নামাইট অধিনায়ক মোঃ সাদেক হোসের হাতে পুরষ্কার তুলে দেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক আলোচনা সভায় বক্তব্যে সাদেক বলেন, চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই গৌরবের বিষয়। তার উপরে ফাইনালের মত আসরে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হওয়া ভাগ্যের বিষয়। তবে, খেলায় হার জিত থাকবেই।
এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য  মুহিত মিয়া, জেলা আওয়ামিলীগ সদস্য শাহ দরাজ আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য অনু আহমেদ, ৪ নং ওয়ার্ডের সাবেক ইউ.পি সদস্য মনসুর আলম, উপজেলা আওয়ামিলীগ সদস্য তোফাজ্জল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজলু আহমেদ,  ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র  সহসভাপতি শামছুদ্দিন জনি, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বিজয় ক্লাবের সভাপতি আব্দুল মোহাইমিন চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আহমেদ,  টিম ম্যানেজার আজহার পারভেজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, হাবিব আহমদ সহ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে  আলোচন সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট অবশ্যই প্রশংসার দাবি রাখে। তারা আরো বলেন, খেলাধুলা যুবসমাজকে নেশা থেকে দুরে রেখে। সর্বোপরি একজন ভাল মানুষ হতে সহযোগিতা করে।
বিজয়ী দলের প্রতি শুভকামনা ও রানার্সআপ দলের জন্যও শুভকামনা জানিয়ে, পুরষ্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় ৩য় পি.এস.এলের আসর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930