সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ভারতে ১৪ দিন কোয়ারেনটাইনে থাকার পর উহান ফেরত ২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। আগামীকাল শনিবার তারা দেশে ফিরবেন।
ওই ২৩ বাংলাদেশি নাগরিকের কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ না মেলায় তাদের দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তাদের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হয়। ২৩ সদস্যের এই দলের বেশির ভাগই ছাত্র-ছাত্রী। এ ছাড়া শিশুও রয়েছে। নাগরিকদের সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
এর আগে, চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে নিয়ে আসা হয় দেশটির নাগরিকদের। তাদের মধ্যে ওই ২৩ বাংলাদেশিও ছিলেন তাদের দিল্লিতে কোয়ারেনটাইনে রাখা হয়।