মালয়েশিয়ায় পাসপোর্ট বিষয়ে সতর্ক করল হাইকমিশন

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

মালয়েশিয়ায় পাসপোর্ট বিষয়ে সতর্ক করল হাইকমিশন
২০ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মালয়েশিয়ায় পাসপোর্ট বিষয়ে প্রতারণা নিয়ে অসাধু চক্রের বিরুদ্ধে প্রবাসীদের সতর্ক করেছে হাইকমিশন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। গতকাল মঙ্গলবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা প্রদানের নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদেরকে নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে।

 

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

 

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে (mission.kualalumpur@mofa.gov.bd) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র হতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031