সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
রিফাত শরীফ হত্যা মামলার আসামি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিল আবেদনের ওপর শুনানির দিন আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। রবিবার সকাল সাড়ে ১০টায় এ মামলার কার্যক্রম শুরু হলে বরগুনার নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার শুনানির জন্য পরবর্তী ২ ফেব্রুয়ারির তারিখ নির্ধারণ করেন।
গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে। এরপর মিন্নির জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে আসামি পক্ষকে কারণ দর্শাতে বলা হয়। পরে ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব আদালতে দাখিল করেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
রিফাত হত্যা মামলার বাদীপক্ষের মনোনীত আইনজীবী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু জানান, রবিবার এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে তিনজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু একজন সাক্ষী সৌদিআরবে থাকায় দুজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এর পর গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক; দুই ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।
এলবিএন/২৬-জা/র/ই/