ফ্রান্সে বাংলাদেশিদের জন্য চালু হল ই-পাসপোর্ট

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

ফ্রান্সে বাংলাদেশিদের জন্য চালু হল ই-পাসপোর্ট

লন্ডন বাংলা ডেস্কঃঃ

প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে বাংলাদেশি দূতাবাস চালু করেছে ই পাসপোর্ট সেবা। এ সপ্তাহ থেকে প্যারিস দূতাবাসে এর কার্যক্রম শুরু হয়। ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মুস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার তালহা।

 

দূতাবাস প্রধান ওয়ালিদ বিন কাসেমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নুরুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফ্রান্স-বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের।

 

তিনি বলেন,  ফ্রান্সের লক্ষাধিক বাংলাদেশের বসবাস। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের মত দূতাবাসে  ই পাসপোর্ট সেবা চালুর জন্য দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি এ দাবি নিয়ে প্রবাসী বিভিন্ন সংগঠন সোচ্চার হলে কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনা করে।

 

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক সহ কারিগরি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love