সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ(জিসপ) এর ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া প্রকাশ করেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা সৈয়দ আলমগীর আলী রাজু।
১৭ মার্চ ২০২৫ সোমবার বিকাল ৪ টায় নয়া পল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সাঙ্গিলা হোটেলের দ্বিতীয় তলায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের (জিসপ) এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন,অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য- আলহাজ্ব কাজী আবুল বাশার,
তরুণ বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি, শামীমা বরকত লাকি,(জিসপ) উপদেষ্টা মন্ডলীর সদস্য ঢাকা,(জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক সভাপতি এস এম শাহজাহান সাজু, মোঃ শহিদুল ইসলাম (সুমন) সদস্য, জেলা পরিষদ খাগড়াছড়ি সহ জাতীয় নেতৃবৃন্দ,রাজনীতিবিদ, সমাজসেবক,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপি ও দলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে। দলীয় নানা কর্মসুচি সহ ধর্মীয় কর্মসুচিতেও বাধা প্রয়োগ করে নজির সৃষ্টি করেছিল আওয়ামী লীগ।আওয়ামীলীগের সিমাহীন অত্যাচার ও অসহনীয় নির্যাতনের মাত্রা অতিক্রম করে তারা এতটা বেপরোয়া হয়েছিল সাধারণ মানুষের মৌলিক ও নৈতিক স্বাধীনতা বলতে কিছু ছিল না। গত ৫ আগষ্ট ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলে জুলুমবাজ আওয়ামীলীগ ও তাদের নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশান্তর জীবন পার করছে। অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা কামনা ও বেগম খালেদা জিয়া’র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।