সহায়তা বন্ধে এডিবিকে আহ্বান জানাল ভারত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

সহায়তা বন্ধে এডিবিকে আহ্বান জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্কঃঃ

পাকিস্তানে সহায়তা বন্ধের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-কে আহ্বান জানিয়েছে ভারত।সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। পরস্পরবিরোধী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা। এবার তারই ধারবাহিকতায় এডিবির কাছে এই আহ্বান জানাল ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে এডিবিকে অনুরোধ করা হয়েছে যেন তারা পাকিস্তানে আর কোনো সহায়তা না দেয়।  এ সূত্র জানায়, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন বিষয়টি নিয়ে এডিবি প্রধান মাসাতো কান্দার সঙ্গে আলাপ করেছেন।

 

এর আগে পাকিস্তানকে দেওয়া ঋণ ‘পুনর্বিবেচনা’ করে দেখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) আহ্বান জানিয়েছিল ভারত। গত বছর আইএমএফের কাছ থেকে ৭০০ কোটি ডলারের ঋণ নিতে চুক্তি করে পাকিস্তান। এর বাইরে গত মার্চে দেশটিকে ‘জলবায়ু সহনশীলতা’ খাতে ১৩০ কোটি ডলার দিতে রাজি হয় আইএমএফ।

৩৫ হাজার কোটি ডলারের অর্থনীতির দেশ পাকিস্তানের জন্য এ ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30