কেন টমাহক মিসাইল চায় ইউক্রেন

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

কেন টমাহক মিসাইল চায় ইউক্রেন

আন্তজাতিক ডেস্ক ::

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে টমাহক মিসাইল চেয়েছেন।জেলেনেস্কি বিশ্বাস করেন, তারা টমাহক পেলে ইউক্রেন যুদ্ধ থামবে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে তিনি রাশিয়ার সামরিক ঘাঁটিগুলি আক্রমণ করতে পারবেন। ফলে রাশিয়া চাপে পড়বে ও শান্তি আসবে।

 

তবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইল সরবরাহ নিয়ে নতুন করে উত্তেজনা তৈর হয়েছে।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সবশেষ পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেছেন যে টমাহক মিসাইল নিয়ে আসলে মজা করেছেন।

 

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র তাদের সমস্যায় ফেলবে না। কিন্তু ইউক্রেন তা হাতে পেলে যুদ্ধের তীব্রতা বাড়বে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ইউক্রেনকে টমাহক নিয়ে মস্কো খুবই উদ্বিগ্ন।

টমাহক হলো লক্ষ্যে নিখুঁত থাকা সাবসনিক ক্রুজ মিসাইল। বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে এই মিসাইল। সামরিক বিশেষজ্ঞ কোস্তিয়ানটিন ক্রিভোলাপ ডিডাব্লিউকে বলেছেন, ”টমাহক এক হাজার ৬০০ থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে।”

 

 

সামরিক বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া কোভালেঙ্কো বলেছেন, ‘রাডারে ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে টমাহক লক্ষ্যে আঘাত করে। টমাহকের তুলনায় রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল।’

 

 

কী এই টমাহক ক্ষেপণাস্ত্র

টমাহক হলো যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূমি এবং সাগর— উভয় জায়গা থেকেই ছোড়া যায়। সাধারণত সাগরে যুদ্ধজাহাজ থেকে এটি ছোড়া হয়। টমাহক সর্বোচ্চ ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, এমনকি ব্যাপক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও টমাহক ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারে না। যে কোনো দেশ বা ভূখণ্ডের গভীরে হামলার জন্য টমাহক আদর্শ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি ২০ ফুট লম্বা। বিমানের মতো টমাহকেও দু’টি পাখা থেকে। ক্ষেপণাস্ত্রের মাঝামাঝি জায়গায় থাকা দুই পাখার প্রস্থ সাড়ে ৮ ফুট এবং ওজন ১ হাজার ৫১০ কেজি। এটি নন-নিউক্লিয়ার, অর্থাৎ পারমাণবিক ক্ষেপণাস্ত্র নয়।

 

 

সম্প্রতি সময়ে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এবং পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং করছে ইউক্রেনীয় বাহিনী। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো ফ্লেমিঙ্গো, নেপচুন, হারপুন এবং এটিসিএম।

 

 

এই চার ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে দূরপাল্লারটি হলো ফ্লেমিঙ্গো। টমাহকের মতো ফ্লেমিঙ্গোও ১ হাজার মাইল বা ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে এটি টমাহকের মতো শক্তিশালী নয়। রাশিয়ার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই আটকে দেয় ফ্লেমিঙ্গোকে।

 

মূলত এই কারণেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চাইছে ইউক্রেন।

Spread the love

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031