জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

লন্ডন বাংলা ডেস্ক ::

আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবল জনগণের সঙ্গে একটি প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।’

 

 

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি। এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।’

 

 

তিনি বলেন, ‘যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’

 

 

এ সময় বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে, তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি।’

 

 

উল্লেখ্য, দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে শুক্রবার (১৭ অক্টোবর)। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় এ সনদ।

 

 

জুলাই জাতীয় সনদে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।তবে অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপিসহ কয়েকটি বামপন্থী দল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031