বঙ্গবন্ধু সেতু‌তে দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

বঙ্গবন্ধু সেতু‌তে দুর্ঘটনায়  নিহত দুই
Spread the love

১০০ Views

এলবিএন ডেস্ক: বঙ্গবন্ধু সেতু‌তে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন সেতুর ভায়াডাক্টে দুই বা‌সের সংঘ‌র্ষে একজন এবং দিবাগত রাত ৩টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস-ট্রা‌কের সংঘ‌র্ষে একজন নিহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত হেলপার ইমন হোসেন ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। ত‌বে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে নিহত দুইজন বা‌সের হেলপার ছিলেন। এছাড়া সকা‌লে বঙ্গবন্ধু সেতু ওপর ১৭ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লে‌নে দুই‌টি ট্রা‌কের সংঘর্ষ বাঁ‌ধে।
পৃথক তিন‌টি ঘটনায় অন্তত ২০জন আহত হ‌য়ে‌ছেন বলে েযানা গেছে। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ও সিরাজগ‌ঞ্জ জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ‌দি‌কে পৃথক তিন‌টি দুর্ঘটনার ফ‌লে বঙ্গবন্ধু সেতু উভয়পাড়সহ মহাসড়‌কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হয়। এ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজট দেখা দেয়। ত‌বে দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো সড়া‌নোর পর সকাল ৯টার পর যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান ব‌লেন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অং‌শে ঢাকাগামী দুই‌টি বা‌সের সংঘর্ষ হয়। এ‌তে এক‌টি বা‌সের হেলপার মারা যান। আহত হয় ১০জন।

 এছাড়া দিবাগত রাত ৩টার দিকে কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় বাস ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে বা‌সের হেলপার নিহত হন। আহত হন আ‌রো ২জন ত‌বে নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি। এছাড়া সকা‌লের দি‌কে বঙ্গবন্ধু সেতু ওপর ১৭নম্বর পিলা‌রের কা‌ছে দুইটি ট্রাকের সংঘ‌র্ষে ২জন আহত হন। দুর্ঘটনার পর প‌রিবহনগু‌লো সড়ক থে‌কে স‌রি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। ও‌সি ‌তি‌নি আ‌রো জানান, সকা‌লে ঘন কুয়াশার কার‌নে বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক এই দুর্ঘটনাগু‌লো সংগ‌ঠিত হয়।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শের ইনচার্জ কামাল হো‌সেন ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌র উপর দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়‌কে গা‌ড়ির চাপ ক‌মে গি‌য়ে চলাচল কর‌ছে যানবাহন স্বভাবভক রয়েছে।


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031