এখনও যেসব জেলা করোনামুক্ত

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

এখনও যেসব জেলা করোনামুক্ত

লন্ডন বাংলা ডেস্কঃঃ
দেশের মোট ৫৯টি জেলায় ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এখন পর্যন্ত ভাইরাসটি প্রাণ নিয়েছে মোট ১২৭ জনের। আক্রান্ত মোট ৪ হাজার ১৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪১৪ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

৫৯ জেলায় করোনাভাইরাসের প্রকোপ দেখা গেলেও ভোলা, সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ছড়াতে পারেনি। আইইডিসিআরের ওয়েবসাইটে সর্বশেষ সংশোধিত তালিকায় পাঁচটি জেলা এখন পর্যন্ত করোনামুক্ত বলে জানা গেছে।

 

যদিও গত বুধবার পর্যন্ত ভোলা, নাটোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকা জেলা করোনা প্রকোপ মুক্ত ছিল। আজ নাটোরে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

 

উল্লেখ্য, বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩৯০ জন, মৃত্যু হয় ১০ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৪৩৪, মৃত্যু হয় ৯ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930