ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
Spread the love

৬৬ Views

লন্ডনবাংলা ডেস্কঃ

হঠাৎ শ্বাসকষ্ট নি‌য়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হওয়া ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থা স্থিতিশীল হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে বিএসএমএমইউতে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওবায়দুল কাদেরের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেছেন, ওবায়দুল কাদেরকে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের অসুস্থ হওয়ার বিষয়টি জানেন। তিনি একাধিকবার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তাকে যদি বিদেশ পাঠানোর দরকার হয়, তবে প্রধানমন্ত্রীই পাঠাবেন।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ্ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল, ঠান্ডার কারণেই। আর প্রেশার হাই ছিল। তিনি অসুস্থ শরীর নিয়ে বেশি পরিশ্রম করেছেন। তাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে, তিনি ঘুমাচ্ছেন।এর আগে গত বছরের ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হয় ওবায়দুল কাদের।এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় কাদেরকে। এরপর ২০ মার্চ কার্ডিও থেরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। নিয়মিত সিঙ্গাপুর ফলোআপ চিকিৎসার চালিয়ে যাচ্ছেন তিনি।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930