সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
ডেস্ক রিপোর্টঃ
আসন্ন রমজানে কোনও পন্য সরবরাহে কোনো সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।শুক্রবার বেলা ১২টার দিকে রংপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পিয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনাভাইরাস চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও প্রভাব ফেলেনি, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।ঢাকা সিটি নির্বাচনে কূটনৈতিকদের পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিয়মনীতি অনুযায়ী প্রত্যেকের অবস্থান বিবেচনা করে এদেশের যেকোনও বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।