সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
মুরগীর মাংস বলে কাক মেরে সেই মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই দুজনের কাছ থেকে ১৫০টি মৃত পাখি উদ্ধার করা হয়েছে বলেও জানান বনবিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার থেকে জানা গেছে, রামেশ্বরমে রয়েছে প্রচুর কাক। সেখানকার স্থানীয়রা সম্প্রতি লক্ষ্য করেন, নিজেদের পূর্বপুরুষের স্মরণে ওই দুই অভিযুক্ত ব্যক্তি ভাত খাওয়াচ্ছিলেন কাকেদের। কিন্তু এর পরই বেশ কিছু কাক মরতে শুরু করে। তখনই স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
কর্মকর্তারা তদন্ত করে দেখেন, ভাতের সঙ্গে মেশানো বিষের জন্যই মৃত্যু হয়েছে ওই কাকগুলোর। সেই মরে যাওয়া কাকের মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলেন তারা।রাস্তার ধারে থাকা খাবারে দোকানে ওই মাংস বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।