জাল সনদে ১০ বছর ধরে শিক্ষকতা!

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

জাল সনদে ১০ বছর ধরে শিক্ষকতা!

লন্ডন বাংলা ডেস্কঃঃ

প্রভাষক নিরঞ্জন কুমার রায় ওরফে মিলন। তিনি এতদিনে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানে জ্ঞানগর্ভ শিক্ষা দিতেন। পরামর্শ দিতেন সৎ মানুষ হওয়ার। নিজেকেও পরিচয় দিতেন একজন আদর্শ শিক্ষক হিসেবে। কিন্তু কে জানতো তিনি অসৎ কর্ম আঁড়াল করে শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীদের। যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য যোগ্যতার সনদ দিয়েছেন সেই সনদপত্রে মিলেছে তার জালিয়াতির প্রমাণ। অবশেষে সনদে জাল জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলাও হয়েছে। তিনি রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের বাংলা অনার্স বিভাগের প্রভাষক।

 

প্রায় ১০ বছর ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জাল সনদপত্র দাখিল করে চাকরি করে আসছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) নির্দেশে গত ২৭ জুলাই বদরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার প্রমান পাওয়া গেলে মামলা দেওয়া হয়।

 

স্থানীয় ও এনটিআরসিএ সুত্রে পাওয়া তথ্যে জানা যায়, নিরঞ্জন কুমার রায় বিগত ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি বদরগঞ্জ কলেজে বাংলা অনার্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। ওই নিয়োগ পরীক্ষায় তিনি অন্যান্য শিক্ষা সনদের সঙ্গে শিক্ষক নিবন্ধনের একটি সনদপত্র দাখিল করেন। ২০০৭ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তার রোল নম্বর ৭২০১০১৩৫, রেজিস্ট্রেশন নম্বর ৭০১১৮১৮ উল্লেখ করা হয়। নিরঞ্জন রায় রোল ও রেজিস্ট্রেশন ব্যবহার করে একটি হুবহু জাল সনদ তৈরি করে নিয়োগ নেন। এদিকে আসল শিক্ষা সনদপত্রটি সঠিক কিনা তা যাছাইয়ের জন্য গত বছরের ১০ এপ্রিল অপর একটি প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয় তাকে। নিরঞ্জন কুমার রায় মিলন আবারো এনটিআরসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদ এর স্বাক্ষর জাল করে নকল সনদপত্রটি সঠিক বলে প্রত্যয়নপত্র দাখিল করেন। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি দুইট ভূয়া সনদ তৈরি করে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

 

 

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের ৩০২ বেসরকারি কলেজকে জাতীয়করণ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসিচব মইনুল হাসান শুধুমাত্র শিক্ষক নিবন্ধনধারী প্রভাষকদের সনদপত্র সঠিক কিনা তা যাছাই করে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ে কলেজের অধ্যক্ষদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে নিজ নিজ কলেজ থেকে শিক্ষক নিবন্ধনধারি শিক্ষকদের সনদপত্র এনটিআরসিএ দপ্তরে পাঠানো হয়। এতে নিরঞ্জন কুমার রায়ের দাখিল করা সনদপত্রটি জাল ও ভুয়া বলে অভিযোগ ওঠে।

 

পরে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সনদটি এনটিআরসি দপ্তরে পাঠানো হলে সনদটি অধিকতরভাবে যাছাই শেষে দেখা যায় এটি জাল ও ভুয়া। এতে যে রোল ও রেজিস্ট্রেশন ব্যবহার করা হয়েছে তা অন্য একজন প্রার্থীর। ওই রোলধারীর নাম ফেরদৌসি বেগম, পিতা মরহুম মোহাম্মদ নুরুল হুদা, মাতা লুৎফা বেগম। গত ২২ জুলাই এনটিআরসির সহকারি পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানা যায়, নিরঞ্জন কুমার রায়ের শিক্ষা নিবন্ধনের সনদপত্র জাল।

 

জাল সনদধারী ব্যক্তির (নিরঞ্জন) বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার জন্য বদরগঞ্জ কলেজের অধ্যক্ষকে অনুরোধ করা হয়। পরে বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খান প্রভাষক নিরঞ্জন কুমার রায় ওরফে মিলনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করেন।

 

অভিযুক্ত শিক্ষক নিরঞ্জন কুমার রায় মিলন বলেন, যে সময় আমি নিয়োগ নিয়েছি (২০১১) সে সময় শিক্ষক নিবন্ধন সনদপত্রের প্রয়োজন ছিল না। তাহলে পরে কেন জাল সনদ জমা দেওয়া হলো। এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, ব্যক্তিগত বিরোধের কারণে অধ্যক্ষ আমার ফাইলে জাল সনদ রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

 

বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খান বলেন, বিগত ২০০৬ সাল থেকে বেসরকারি কলেজে নিয়োগ পেতে শিক্ষক নিবন্ধন সনদপত্রের প্রয়োজন। অনেকেই চাকরি নিতে জাল সনদ ব্যবহার করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সকল নিবন্ধনধারী শিক্ষকদের সনদপত্র এনটিআরসি কর্তৃপক্ষের দপ্তরে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখানে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে তারা প্রতিবেদন দেন, নিরঞ্জন কুমার রায়ের সনদপত্রটি জাল ও ভুয়া। কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

 

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, একজন শিক্ষকের সনদ জালিয়াতির ঘটনায় মামলা হয়েছে। সঠিকভাবে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031