সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
ঢাকা অফিসঃঃ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ডাকা বিএনপির হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল চলাকালে বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ছাত্রদলের মিছিলে অংশ নেওয়া কয়েকজন গাড়িগুলো ভেঙেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আজ রোববার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল।
তবে অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, ‘আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমাদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।’