সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
ঢাকা অফিসঃঃ
ভোটকেন্দ্রে ভোটারের কম উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইসি সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, ‘অনেকে ঘরে বসে আরাম আয়েশ করেছেন, ফেসবুক ব্যবহার করেছেন তাই ভোটকেন্দ্রে যাননি।’ আজ রোববার বিকেলে ইসি সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা বলেন তিনি।
এর আগে গতকাল শনিবার অনুষ্ঠিত দুই সিটির ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘৩০ শতাংশের নিচে ভোট পড়েছে, এর বেশি নয়। যারা কেন্দ্রে গিয়েছেন সবাই ভোট দিতে পেরেছেন। কেউই ভোট না দিয়ে ফেরেননি।’ এ সময় ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাও।